Wednesday, October 19, 2016

Recent World-2

সাম্প্রতিক বিশ্ব
১.বাংলাদেশ কত তম এভারেস্ট জয়ী?
--৬৭তম।
২.বিশ্বের কোন দেশে প্রথম মেধা ভিত্তিক সিভিল
সার্ভিস চালু হয়?
--চীনে।
৩.গড় আয়ৃতে শীর্ষ দেশ কোনটি?
--জাপান।
৪..কম আয়ুর দেশ কোনটি?
--সিয়েরা লিয়ন।
৫.সবচেয়ে এইচআইভী আক্রান্ত দেশ কোনটি?
--লেসেথা্।
৬.সার্কভূক্ত কম আয়ুর দেশ কোনটি?
=আফগানিস্তান।
৭..কোন দেশের নারীর গড় আয়ু সবচাইতে বেশি?
=জাপান।
৮..কোন দেশের পুরুষের গড় আয়ু সবচাইতে বেশি?
=আইসল্যান্ড।
৯.আন্তর্জাতিক বিধবা দিবস কবে?
=২৩জুন।
১০.আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)এর বর্তমান সদস্য
দেশ কত?
=১৭৩টি।
১১.ওয়ার্ল্ড ফ্রিজোনস কবে যাত্রা শুরু করে?
=২০মে২০১৪অ
১২.ওয়ার্ল্ড ফ্রী জোনস এর সদর দপ্তর কোথায় ?
=দুবাই সংযুক্ত আরব আমিরাত
১৩.বাংলাদেশ সময়মান আনুষ্ঠানিক ভাবে চালু হয় কখন
থেকে?
=৮মে২০১৪।
১৪.আন্তর্জাতিক ডাল কোন বর্ষ ?
=২০১৬ সাল।

General Knowledge

প্রশ্ন ;- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা
কোনটি ?
উত্তর ;- ভেদরগঞ্জ,শরীয়তপুর।
প্রশ্ন ;- বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের
সংখ্যা বেশী ?
উত্তর ;- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)
প্রশ্ন ;- ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম
পৌরসভা ঘোষনা করা হয় ?
উত্তর ;- কুয়াকাটা,পটুয়াখালী।
প্রশ্ন ;- বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ
দেশ কোনটি ?
উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)
প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল
উদ্ভবক কে ?
উত্তর ;- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
প্রশ্ন ;- ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে
সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?
উত্তর ;- রংপুর।
প্রশ্ন ;- বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত
নাম কি?
উত্তর ;- “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB)
প্রশ্ন ;- বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক
যাত্রা শুরু করেন ?
উত্তর ;- ২৩ জানুয়ারী,২০১১।
প্রশ্ন ;- কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন
বিশ্ববিদ্যালয়ে ?
উত্তর ;- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
প্রশ্ন ;- সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে
জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?
উত্তর ;- এমভি জাহান মনি।
প্রশ্ন ;- দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায়
অবস্হিত ?
উত্তর ;- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।
প্রশ্ন ;- সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ)
ঘোষনা করা হয় ?
উত্তর ;- আম।
প্রশ্ন ;- জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী
প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- বাংলাদেশ।
প্রশ্ন ;- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?
উত্তর ;- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক
হলো কাম্তাই লেক।
প্রশ্ন ;- সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন
চ্যানেলের নাম কি ?
উত্তর ;- সংসদ বাংলাদেশ টেলিভিশন।
প্রশ্ন ;- সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম
কি ??
উত্তর ;- নিপা।
প্রশ্ন ;-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী
সংগঠনের নাম কি ?
উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
প্রশ্ন ;- বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায়
অবস্হিত ?
উত্তর ;- ভাটিয়ারি,চট্টগ্রাম।
প্রশ্ন ;- বাংলাদেশ নেভাল একাডেমি কোথায়
অবস্হিত ?
উত্তর ;- পতেঙ্গা,চট্টগ্রাম।
প্রশ্ন ;-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায়
অবস্হিত ?
উত্তর ;- যশোর।
প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?
উত্তর ;- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)
প্রশ্ন ;- বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী
করেন।
উত্তর ;- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)
প্রশ্ন ;- ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি
হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?
উত্তর ;- ব্রেন্ডা জেনসন (USA) (১ম- টিমোথি
হিয়েডলার )
প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা)
প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ?
উত্তর ;- হারমনি এক্সপ্রেস (চীন)
প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার
কোনটি ?
উত্তর ;- তিহান-১
প্রশ্ন ;- বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম
কি ?
উত্তর ;- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন ;- সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর
প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- বিজ স্টোন।
প্রশ্ন ;- “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)
প্রশ্ন ;- বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ?
উত্তর ;- ড.শুভ রায় (বাংলাদেশ)
প্রশ্ন ;- বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার”
কোথায় নির্মিত হচ্ছে ?
উত্তর ;- দুবাই (সংযুক্ত আরব আমিরাত)
প্রশ্ন ;- ১ জানুয়ারী ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু
করে ?
উত্তর ;- এস্তোনিয়া।
প্রশ্ন ;- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে
ইউরো মুদ্রা চালু রয়েছে ?
উত্তর ;-১৭টি দেশে।
প্রশ্ন ;-জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ?
উত্তর ;-কায়রো,মিশর।
প্রশ্ন ;- ২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা
প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তর ;- টয়োটা(জাপন)
প্রশ্ন ;- ১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে
দায়িত্ব গ্রহন করেন কে ?
উত্তর ;- ফাতিহা দইয়ানা সাঈদ(মালদ্বীপ)
প্রশ্ন ;- বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর
কোফায় হচ্ছে ?
উত্তর ;- ঢাকা,বাংলাদেশ
প্রশ্ন ;- ২০১১ সালে কোন ব্যক্তি ইসলাম ধর্মে বিশেষ
অবদানের জন্য বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন ?
উত্তর ;- আবদুল্লাহ আহমাদ বাদাবী (মালয়েশিয়া)
প্রশ্ন ;- ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম
কি ?
উত্তর ;-”ইটান”,র অর্থ “শক্তিশালী”।
প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি ?
উত্তর ;- গোথার্ড বেস টানেল (সুইারল্যান্ড এবং
ইতালি )
প্রশ্ন ;- সম্প্রতি কোন দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ
আইন কার্যকর হয়?
উত্তর ;- স্পেনে।

Microsoft Excel Shortcut

Microsoft Excel Shortcut


এক্সেল ব্যবহারকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্টকার্ট কী ও কিছু সূত্র জেনে নিন কাজে আসবে
প্রযুক্তির উৎকর্ষতায় এখন আর আমাদের কাগজ, কলম ও কেলকুলেটারের উভর নির্ভর করতে হয় না। আগে যে কাজটি করতে বছর বছর সময় লাগতো এখন চোখের পলকেই সম্ভব। আর এর সবই হয়েছে কম্পিউটারের মাধ্যমে। আমাদের প্রতিদিনের কাজে আমরা মাইক্রেসফট অফিসের বিভিন্ন টুলস ব্যবহার করি। যেমন মাইক্রেসফট ওয়ার্ড, এক্সেল। আজ আমরা এক্সেলের কিছু শটকার্ট কী জানবে-

শর্টকার্ট কী গুলি হল –
Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
Ctrl+0 : কলাম ডিলিট।
Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
Atl+F2 : সেভ অ্যাজ।
Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।

Recent World


সাম্প্রতিক বিশ্ব

১.বাংলাদেশ কত তম এভারেস্ট জয়ী?
--৬৭তম।
২.বিশ্বের কোন দেশে প্রথম মেধা ভিত্তিক সিভিল
সার্ভিস চালু হয়?
--চীনে।
৩.গড় আয়ৃতে শীর্ষ দেশ কোনটি?
--জাপান।
৪..কম আয়ুর দেশ কোনটি?
--সিয়েরা লিয়ন।
৫.সবচেয়ে এইচআইভী আক্রান্ত দেশ কোনটি?
--লেসেথা্।
৬.সার্কভূক্ত কম আয়ুর দেশ কোনটি?
=আফগানিস্তান।
৭..কোন দেশের নারীর গড় আয়ু সবচাইতে বেশি?
=জাপান।
৮..কোন দেশের পুরুষের গড় আয়ু সবচাইতে বেশি?
=আইসল্যান্ড।
৯.আন্তর্জাতিক বিধবা দিবস কবে?
=২৩জুন।
১০.আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)এর বর্তমান সদস্য
দেশ কত?
=১৭৩টি।
১১.ওয়ার্ল্ড ফ্রিজোনস কবে যাত্রা শুরু করে?
=২০মে২০১৪অ
১২.ওয়ার্ল্ড ফ্রী জোনস এর সদর দপ্তর কোথায় ?
=দুবাই সংযুক্ত আরব আমিরাত
১৩.বাংলাদেশ সময়মান আনুষ্ঠানিক ভাবে চালু হয় কখন
থেকে?
=৮মে২০১৪।
১৪.আন্তর্জাতিক ডাল কোন বর্ষ ?
=২০১৬ সাল।

কম্পিউটারে F1 থেকে F12 ফাংশন কি ব্যাবহারের নিয়ম

কম্পিউটারে F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি ফাংশন কি থাকে l এই কি-গুলো দিয়ে অল্প সময়ে কাজ করার বা এগুলোর ব্যাবহারের নিয়ম সংক্ষিপ্ত পরিসরে নিম্নরুপ: 

F1 : হেল্প কি হিসেবে ব্যবহৃত হয়। যেকোনো প্রোগ্রামের হেল্প মেনু দেখতে এটি ব্যবহার করা হয়।


F2: সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। যেকোনো ফাইল বা ফোল্ডার নির্বাচন করে এই কি চেপে ফাইলের নাম বদলানো যাবে।

F3: মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে আগের কমান্ডটির পুনরাবৃত্তি ঘট

F4: এই কি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।

F5: এটা চেপে মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এ ছাড়া যেকোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।

F6: মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে চাইলে এই কি ব্যবহার করতে পারেন।

F7: মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও ব্যাকরণ ঠিক করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।

F8: অপারেটিং সিস্টেম safe mood-এ চালু করার জন্য এটি ব্যবহৃত হয়।

F9: কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য এটি কাজে লাগে।

F10: এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।

F11: যেকোনো সক্রিয় উইন্ডো ফুলস্ক্রিন দেখতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এটি ব্যবহার করা হয়।

F12: মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো চালু করা হয়। কম্পিউটারে শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা মুডে যাওয়া যাবে। ল্যাপটপে fn+f12 চাপতে হবে।

F4: এই কি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।

F5: এটা চেপে মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এ ছাড়া যেকোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।

F6: মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে চাইলে এই কি ব্যবহার করতে পারেন।

F7: মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও ব্যাকরণ ঠিক করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।

F8: অপারেটিং সিস্টেম safe mood-এ চালু করার জন্য এটি ব্যবহৃত হয়।

F9: কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য এটি কাজে লাগে।

F10: এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।

F11: যেকোনো সক্রিয় উইন্ডো ফুলস্ক্রিন দেখতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এটি ব্যবহার করা হয়।

F12: মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো চালু করা হয়। কম্পিউটারে শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা মুডে যাওয়া যাবে। ল্যাপটপে fn+f12 চাপতে হবে।

General Knowledge: বঙ্গবন্ধু সম্পর্কিত কিছু প্রশ্ন :

বঙ্গবন্ধু সম্পর্কিত কিছু প্রশ্ন :


১). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের
নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত
সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা
প্রাথমিক বিদ্যালয়ে।
৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল
থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২
সালে।
৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের
বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে
থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে
অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল
বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে
যোগদানের মাধ্যমে।
৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ
সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন
কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া
কলেজ থেকে।
৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন
বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত
সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির
কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ
করায় তাঁকে বহিস্কার করা হয়।
১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন
কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা
উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি
প্রতিবাদ সভা করার কারণে তাঁকে
কারভোগ করতে হয়।
১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান
আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ
পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা
বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে
অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন
আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ
মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত
বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা
করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
১৮). আওয়ামী লীগের কাউন্সিল
অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে
কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা
রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
২১). ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
২২). ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে
পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল
কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে
দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও
অন্যান্য।
২৫). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’
উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
২৬). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি
কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল
আহমেদ।
২৭). কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’
নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
২৯). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন
সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি
চিতি।
৩০). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী
ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ
২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের
স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই
পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে
গ্রেপ্তার করে।
৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী
সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল
রাষ্ট্রপতি।
৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার
থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন
কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে
পরিচিত।
৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত
তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে
জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা
ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত
তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত
তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
৩৮). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
৩৯). বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের
নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ
হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ
জামাল ও শেখ রাসেল
৪০). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
প্রশ্ন: বেনজির ভুট্টোর কবে আত্মঘাতি হামলায় নিহত হন?
উত্তর ২৭ ডিসেম্বর, ২০০৭।
প্রশ্ন: আফগানিস্তানকে কে প্রজাতন্ত্র ঘোষনা করেন?
উত্তর দাউদ খাঁ।
প্রশ্ন: নেপালের রাজা বীরেন্দ্র ও স্ত্রী ঐশ্বর্যসহ রাজ পরিবারের ১০ জন সদস্য নিহত হয় কবে?
উঃ ২৯ জুন, ২০০১।
প্রশ্ন: কোন দেশ বিশ্ব মতামত অগ্রাহ্য করে ভাস্কর্য ভান্ডার কাজ সম্পন্ন করে?
উত্তর আফগানিস্তান।
প্রশ্ন: সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছূ আয় সব চাইতে বেশী কোন দেশের?
উত্তর মালদ্বীপে।
প্রশ্ন: এশিয়ার কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই?
উত্তর মালদ্বীপে।
প্রশ্ন: মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনীকে কি বলা হয়?
উঃ লুন্টিন।

রবিঠাকুরের ১২ টি উপন্যাস – গল্পে গল্পে মনে রাখুন

রবিঠাকুরের ১২ টি উপন্যাস – গল্পে গল্পে মনে রাখুন

‪#‎করুণা‬ করে আমাকে ‪#‎বউ‬ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও, সেখানে হয়ত ‪#‎রাজর্ষি‬ কে খুঁজে পাব, আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত ‪#‎নৌকাডুবি‬ ”র ফলে তার সাথে আমার সমস্ত ‪#‎যোগাযোগ‬ বন্ধ হয়ে যায়, আমি এখন তার ‪#‎চোখের‬ বালি, আমার ‪#‎দুইবোন‬আর ভাই ‪#‎গোরা‬ কে অনেক খুঁজেছি – পাইনি, অবশেষে জীবনের ‪#‎চার‬ অধ্যায় পেরিয়ে‪#‎চতুরঙ্গে‬ ”র কষাঘাতে ‪#‎মালঞ্চে‬ বসে লিখছি ‪#‎শেষের‬ কবিতা

ছোট গল্প: পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না


ছোট গল্প: পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল, হৈমন্তি, দিদি, পত্র রক্ষা


প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন


ছোট গল্প: পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল, হৈমন্তি, দিদি, পত্র রক্ষা


প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন


ছোট গল্প: পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল, হৈমন্তি, দিদি, পত্র রক্ষা


প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন


ছোট গল্প: পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল, হৈমন্তি, দিদি, পত্র রক্ষা


প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন


ছোট গল্প: পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল, হৈমন্তি, দিদি, পত্র রক্ষা


প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন


ছোট গল্প: পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল, হৈমন্তি, দিদি, পত্র রক্ষা


প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন

প্রেমের গল্প: ল্যাবরেটরী, অধ্যাপক, নষ্টনীড়, শেষ রাত্রি, সমাপ্তি, স্ত্রীর পত্র, একরাত্রি, দূর আশা, দৃষ্টিদান

Establishment of the all Districts of Bangladesh










Dhaka
1772
Munshiganj 
1984
Narsingdi 
1984
Narayanganj 
1984
Manikganj 
1984
Mymensingh 
1787
Gazipur
1984
Kishoreganj 
1984
Jamalpur 
1984
Sherpur 
1984
Netrokona 
1984
Tangail 
1969
Faridpur 
1815
Gopalganj 
1984
Shariatpur 
1984
Madaripur 
1984
Rajbari 
1984
Chittagong 
1666
Cox's Bazar 
1984
Bandabana 
1981
Rangamati
1860
Khagrachari
1984
Feni 
1984
Brahmanbaria 
1984
Chandpur 
1984
Rajshahi 
1772
Natore 
1984
Naogaon 
1984
Nawabganj 
1984
BMW 
1821
Pabna 
1832
Sirajganj 
1984
Joypurhat 
1984








Rangpur 
1877
Lalmonirhat 
1984
Kurigram 
1984
Nilphamari 
1984
Gaibandha 
1984
Panchagarh 
1980
Dinajpur 
1786
Khulna 
1882
Thakurgaon 
1984
Satkhira 
1984
Bagerhat 
1984
Jessore 
1781
Jhenaidaha 
1984
Narail 
1984
Magura 
1984
 Kushtia 
1863 
 Cuyadanga 
1984
 Meherpur 
1984
 Barisal 
1797 
 Jhalokati 
1984
 Pirojpur 
1984
 Patuakhali 
1984
 Barguna 
1984
 Bhola 
1980 
 Sylhet 
1775 
 Habiganj 
1984
 Labhibajara 
1984
 Noakhali 
1821
 Lakshmipur 
1984
Magura 
1984
 Kushtia 
1863 
Comilla 
1790